ithminaan

Search
Close this search box.
হজ ২০২৪ এর প্যাকেজ
৩৫ – ৪০ দিনের ইকনমি হজ প্যাকেজ ২০২৪ | শিফটিং

স্বল্প সময়ের এই প্যাকেজটিতে থাকছে ৫ তারকা হোটেল। ০ মিটার দুরত্বে ৫ তারক মাসজিদুল হারামে ৫ ওয়াক্ত সলাত আদায়ের সুযোগ। মাদিনার দিনগুলোতেও ০ থেকে ১০০ মিটার দুরত্ব যেখান থেকে নিমিষেই পৌছে যাবেন মাসজিদুন নববীতে। সাথে পাবেন মিনা ও আরাফায় এ গ্রেড তাবু ও যাতায়াতের জন্য স্পেশাল বাস সার্ভিস। বুফে ব্রেকফাস্ট ও আমাদের ডাইনিং এ দুই বেলা দেশীয় খাবার। সাথেতো থাকছেই সবাই একত্রে মাক্কা ও মাদিনার বিভিন্ন ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলোতে ভ্রমন সুবিধা। হজের আগে হজ প্রশিক্ষন সহ হজের সফরে সফরসঙ্গী আলেমে-দ্বীন থেকে পাবেন প্রয়োজনীয় পরামর্শ ও যথাযথ দিকনির্দেশনা। সর্বপরি পুরো সফরজুড়েই আমরা একদল জনবল থাকবো আপনাদের সেবাই গাইড হিসাবে নিয়োজিত।

প্যাকেজ চূড়ান্ত করার পূর্বে প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জেনে নিন। বিস্তারিত জানতে নিচের বর্ননাকৃত সকল বিবরনগুলো মনোযোগসহকারে পড়ুন, প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুনঃ (+880) 1911-539030 অথবা 1971-871607

প্যাকেজ​ বিস্তারিত
  • ভিসা
  • ৩৫ – ৪০ দিন
  • আবাসন
  • এয়ার টিকিট
  • ঐতিহাসিক স্থান ভ্রমন
  • খাবার
  • যাতায়াত
  • আলেম
  • গাইড
  • এয়ারলাইন্সঃ সৌদি এয়ারলাইন্স/ বাংলাদেশ বিমান।
  • ফ্লাইট টাইপঃ ডাইরেক্ট ফ্লাইট।
  • যাওয়াঃ ঢাকা – জেদ্দাহ।
  • আসাঃ মদিনা – ঢাকা।
  • হজের সাথে সম্পর্কিত যাবতীয় যাতায়াত।
  • মাক্কাঃ
    • ইকনমি হোটেল/ বাড়ি (লিফট ও এসি সহ)
    • মাসজিদুল হারাম থেকে ১০০০ – ১২০০ মিটার দূরত্ব।
    • এক রুমে ৪-৬ জন/ ৩ জন/ ২ জন।
    • ১৫ – ২০ দিন।

 

  • মাদিনাঃ
    • ইকনমি হোটেল/ বাড়ি (লিফট ও এসি সহ)
    • মাসজিদুন নববী থেকে ১০০০ – ১২০০ মিটার দূরত্ব।
    • এক রুমে ৪-৬ জন/ ৩ জন/ ২ জন।
    • ১০ – ১২ দিন।

 

  • শিশা
    • ইকনমি হোটেল/ বাড়ি (লিফট ও এসি সহ)
    • জামারার নিকটবর্তী।
    • এক রুমে ৪-৬ জন/ ৩ জন/ ২ জন।
    • ০৫ দিন।

 

  • মিনা ও আরাফা
    • সাধারন তাবু।
    • অনেকে একসাথে।
    • ০৫ দিন।

 

  • মুযদালিফা
    • খোলা আকাশের নিচে, মাটি/ পাথড়ের উপর।
    • অনেকে একসাথে।
    • ০১ রাত
  • এক রুমে ৪ – ৬ জনঃ ৫,৮০,০০০/-
  • এক রুমে ৩ জনঃ ৬,৮০,০০০/-
  • এক রুমে ২ জনঃ ৭,৭৫,০০০/-
  • কাবা ঘর (মাসজিদুল হারাম) হাটার দুরত্ব।
  • রাসূল (সঃ) এর মাসজিদ তথা মাসজিদে নববী হাটার দুরত্ব।
  • প্রয়োজনীয় যাতায়াতের জন্য এসি বাস সার্ভিস।
  • সার্বক্ষনিক যোগাযোগ।
  • স্পষ্ট তথ্য প্রদান।
  • সুবিধাবিত্তিক প্যাকেজ প্রাইস।
  • নিজস্ব গাইড দ্বারা সফর পরিচালনা।
  • শরিয়া পরামর্শ।
  • প্রয়োজনীয় প্রশিক্ষন।

☞ থাকছেঃ
————-

      • নির্দিষ্ট মেয়াদ অবস্থানের অনুমতি সাপেক্ষে ভিসা।
      • ভিসা ফি সহ অন্যান্য সম্পর্কিত ফি।
      • নির্দিষ্ট মেয়াদে আবাসন ব্যবস্থা।
      • নির্দিষ্ট স্থানে আবাসন।
      • শেয়ারিং ভিত্তিক রুমে থাকার ব্যবস্থা।
      • ইকোনমি ক্লাস এয়ার টিকেট।
      • তিন বেলা দেশীয় খাবার।
      • স্থানীয় পরিবহনের জন্য এসি মুআল্লিম কোচ।
      • মক্কা ও মদীনা শহরের অভ্যন্তরে ঐতিহাসিক স্থানগুলিতে পরিদর্শন।
      • প্রয়োজনে প্রশিক্ষণ।
      • সফরকালীন সহায়তায় গাইড।

 

☞ থাকছে নাঃ
—————-

      • কুরবানি (উদহিয়া)
      • ব্যক্তিগত পরিবহন।
      • হোটেলে রুম সার্ভিস।
      • প্যাকেজে উল্লেখ নেই এমন সুযোগ-সুবিধা।
      • অতিরিক্ত লাগেজ চার্জ।
      • তায়েফ, জেদ্দাহ, বদর ইত্যাদি স্থানে ভ্রমণ।
      • যমযম পানির খরচ।
প্যাকেজ বুকিং

☞ প্যাকেজ এর বুকিং দিতে যা যা প্রয়োজনঃ

  • ৬ মাস পর্যন্ত পাসপোর্টের মেয়াদ।
  • সদ্য তোলা সাদা ব্যাকগ্রাউন্ডে রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
  • জনপ্রতি ২,৫০,০০০ টাকা অ্যাডভান্স বুকিং মানি।

 

☞ বুকিং করতে যোগাযোগ করুন করুনঃ

  • সরাসরি কল করুনঃ (+৮৮০) ১৯১১-৫৩৯০৩০ অথাবা ০১৯৭১-৮৭১৬০৭
  • হোয়াটসঅ্যাপঃ Whats’App
  • ফেইসবুক ম্যাসেঞ্জারঃ Facebook Chat
  • চুড়ান্ত নিবন্ধন বা রেজিষ্ট্রেশন সম্পন্ন হওয়ার পূর্বে বুকিং মানি ফেরতযোগ্য।
  • রেজিষ্ট্রেশনের পর প্যাকেজ নির্ধারন করার সাপেক্ষে প্যাকেজ ফি সম্পূর্ণরূপে অফেরতযোগ্য। যাত্রা বাতিলের সময় কোনো দাবি গ্রহণ করা হবে না।
  • কোনো সরকারী নিয়ম/নীতির কারণে সংশ্লিষ্ট ব্যক্তি অভিবাসনে ছাড়পত্র অর্জন করতে ব্যর্থ হলে কোনো ফেরত দাবি করা যাবে না। সমস্ত বাতিলকরণ নীতি বাংলাদেশ এবং সৌদি সরকার কর্তৃক নিয়ন্ত্রীত।
ভ্রমন সূচী
  • উমরাহ পালন।
  • মাক্কার ভেতর অবস্থিত ঐতিহাসিক বিভিন্ন দর্শনীয় স্থানে দলভিত্তিক ভ্রমন।
  • মাসজিদুল হারামের আশেপাশে বিভিন্ন ইতিহাস সমৃদ্ধ স্থান পরিদর্শন।
  • যুল হিজ্জার ৮ তারিখ মিনায় গমন ও রাত্রীযাপন।
  • শারঈ আলোচনা ও দিক নির্দেশনা।
  • যুল হিজ্জার ৯ তারিখ আরাফার উদ্দেশ্যে গমন ও আরাফায় অবস্থান, এবং হজের ব্যক্তিগত আমাল।
  • সন্ধ্যার পর আরাফাত ত্যাগ করে মুযদালিফার উদ্দেশ্যে রওনা ও মুযদালিফায় অবস্থান (রাত্রীযাপন)।
  • যুল হিজ্জার ১০ তারিখ জামারায় পাথড় নিক্ষেপ, কুরবানি/ উদহিয়া সম্পন্ন করা, হালাল হওয়া, কাবায় ফরজ তাওয়াফ করা।
  • মিনায় ফেরত আসা ও পরবর্তি দুই দিনের জন্য আমলে থাকা।
  • সাধারন অবস্থান ও ব্যক্তিগত আমাল।
  • মাদিনার ভেতর অবস্থিত ঐতিহাসিক বিভিন্ন দর্শনীয় স্থানে দলভিত্তিক ভ্রমন।
  • মাসজিদুন নববীর আশেপাশে বিভিন্ন ইতিহাস সমৃদ্ধ স্থান পরিদর্শন।
বিশেষ লক্ষনীয়
  • যাত্রার তারিখ এবং প্যাকেজ প্রয়োজনে পরিবর্তন ও পরিবর্ধন হতে পারে।
  • এই প্যাকেজে কুরবানীর খরচ অন্তর্ভুক্ত নয়।
  • এই প্যাকেজে মাক্কা ও মাদিনার বাইরে কোন স্থানে ভ্রমন অন্তর্ভুক্ত নয়।
  • হোটেলের দূরত্ব মাসজিদ চত্তর থেকে আবাসন স্থলের সীমানা পর্যন্ত পরিমাপ করা হয়।
  • লাগেজ হারানোর জন্য ট্যুর অপারেটর/গাইড দায়ী নয়।
  • ভিসা, পাসপোর্ট সহ অন্যান্য কাগজপত্র আমাদের অফিস থেকে নিতে হবে।
  • কোনো হোটেলে বালতি, গামছা, প্রসাধন সামগ্রী সরবরাহ করা হবে না।
  • বিমানবন্দরে পাসপোর্ট বা লাগেজ হারিয়ে বা চুরির ট্যুর অপারেটর বা গাইড দায়ী থাকবে না।
  • সফরকালীন কোন সেবা না নিলে সেই সেবা নতুনভাবে দেওয়া বা মূল্য ফেরতযোগ্য নয়।
  • রুমের নির্দিষ্ট কোন ভিউ চাহিদা থাকলে তা আলোচনা ও অতিরিক্ত খরচ সাপেক্ষে নিতে হবে।
  • রুমে চেক-ইনের সময় সন্ধ্যা ৬ টার পরে এবং চেক-আউট দুপুর ১২ টার আগে।
  • এজেন্সি কর্তৃপক্ষ ডলার/রিয়ালের হার পরিবর্তন, বিমান টিকিটের প্রাপ্যতা এবং সরকারী নীতির সাপেক্ষে সমস্ত প্যাকেজে কোনো পরিবর্তন/পরিবর্তন করতে পারে।
  • মাহরাম ব্যতীত কোন মহিলা আমাদের কোন কাফেলায় অংশগ্রহণ করতে পারবে না।
  • যাত্রী এবং এজেন্টের মধ্যে একটি চুক্তিপত্র যথাযথভাবে স্বাক্ষর করতে হবে।
সচারচার প্রশ্ন

হ্যাঁ, বাংলাদেশ সরকার। হজ-যাত্রীদের জন্য এই সুযোগ রেখেছে। বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

কল করুনঃ (+৮৮০) ১৯১১-৫৩৯০৩০ অথবা ১৯৭১-৮৭১৬০৭

সাধারনত না।
বিশেষ প্রয়োজনে এজেন্সি পরিবর্তন করতে হলে সরাসরি ধর্ম মন্ত্রানলায়ের কাছে আবেদন করতে হয়। বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

কল করুনঃ (+৮৮০) ১৯১১-৫৩৯০৩০ অথবা ১৯৭১-৮৭১৬০৭

সাধারনত না।
বিশেষ প্রয়োজনে যাত্রা বাতিল করতে হলে সরাসরি ধর্ম মন্ত্রানলায়ের কাছে আবেদন করতে হয়। বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

কল করুনঃ (+৮৮০) ১৯১১-৫৩৯০৩০ অথবা ১৯৭১-৮৭১৬০৭

উল্লেখিত এলাকাগুলো মক্কা ও মদীনা শহরের বাইরে হওয়াই  এই জায়গাগুলো প্যাকেজে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে, সম্মানিত যাত্রীদের বিশেষ চাহিদার ভিত্তিতে এই স্থানগুলোতে সফরের ব্যবস্থা করা যেতে পারে। সেক্ষেত্রে অতিরিক্ত খরচ ও শর্ত প্রযোজ্য।

খরচ বাচ্চার বয়সের উপর নির্ভর করে। বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। কল করুনঃ (+৮৮০) ১৯১১-৫৩৯০৩০ অথবা ১৯৭১-৮৭১৬০৭