ithminaan

Search
Close this search box.
উমরাহ ও ইতিকাফ | রমাযান ২০২৪
৩০ মার্চ - ১৪ এপ্রিল | ১৫ দিন | গ্রুপ ট্যুর

রমযান নিঃসন্দেহে উমরাহ পালনের জন্য সর্বোত্তম মাস। বছরের অন্যান্য মাসে উমরাহ করলে শুধু উমরার সওয়াব পাওয়া যায়, কিন্তু রমযান মাসে উমরাহ করলে হজের সওয়াব পাওয়া যায়। কারণ রমযান মাসকে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন কারণে সম্মানিত করেছেন। আর্থিক ও শারীরিক অবস্থাসম্পন্ন কোন মুমিন বান্দা যদি রমযান মাসে উমরাহ করার সুযোগ পান তবে ঐ সুযোগটি যথাপোযোক্তরুপে ব্যবহার করেন। আর ইতিকাফের মাধ্যমে লাইলাতুল কদর পাওয়া সুনিশ্চিত হয়। ইতিকাফের মাধ্যমে অসংখ্য গুনাহ থেকে পরিত্রাণ লাভ করা যায়। পাপাচারের সয়লাব থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ তাআলার ঘর যেন লৌহপ্রাচীর বেষ্টিত চির সংরক্ষিত এক মহা দূর্গ। ইতিকাফের মাধ্যমে নিজেকে জাগতিক নানা ঝামেলা থেকে মুক্ত করে সম্পূর্ণরূপে আল্লাহর নিকট সঁপে দেয়া হয়। ইতিকাফের দ্বারা চব্বিশ ঘণ্টা ফেরেশতাসুলভ আচরণের উপর অবিচল থাকার চমৎকার প্রশিক্ষণ হয়।

কাফেলা/ গ্রুপ ট্যুরে অংশ নেওয়া মানেই বিভিন্ন বয়সের এবং রুচির মানুষের সঙ্গ উপভোগ করা যা “ইসলামিক ভ্রাতৃত্ব” শেখার ও অনুশীলনের সুযোগ করে দেয়। বিভিন্ন রকমের সুযোগ ও সুবিধা দিয়ে সাজানো এই প্যাকেজটি যার বিস্তারিত নিচে উল্লেখ করা আছে। উল্লেখযোগ্য হচ্ছে এই ইৎমিনান সর্বসাধারনের জন্য উমরাহ প্রশিক্ষন সরবরাহ করে থাকে, পাশাপাশি নিজ যাত্রীদের জন্য আয়োজন করা হয় বিশেষ প্রশিক্ষন যেখানে বই সহ সহায়ক শারঈ পরামর্শ ও দিকনির্দেশনার পাশাপাশি বিভিন্ন ম্যাটেরিয়াল সরবরাহ করা হয়। 

প্যাকেজ চূড়ান্ত করার পূর্বে প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জেনে নিন। বিস্তারিত জানতে নিচের বর্ননাকৃত সকল বিবরনগুলো মনোযোগসহকারে পড়ুন, প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুনঃ (+880) 1911-539030 অথবা 1971-871607

প্যাকেজ​ বিস্তারিত

আপনার জীবনে অন্তত একবার হলেও রমযানে উমরাহ করুন। এই মাসে আপনি যে আলোড়ন ও আধ্যাত্মিক পরিবেশ অনুভব করেন তা অন্য কোনো মাসে দেখা যায় না।

  • বীমা সহ ভিসা
  • ১৫ দিন, ১৪ রাত
  • এক জুমা মাক্কায়, আরেক জুমা মাদিনায়।
  • আবাসন
  • এয়ার টিকিট
  • ঐতিহাসিক স্থান ভ্রমন (পরিস্থিতি সাপেক্ষে)
  • যাতায়াত
  • মিট ও এসিস্ট গাইড
  • যাত্রার সম্ভাব্য তারিখঃ ৩০ মার্চ ২০২৪
  • আসার সম্ভাব্য তারিখঃ ১৪ এপ্রিল ২০২৪
  • ফ্লাইট টাইপঃ ডাইরেক্ট ফ্লাইট।
  • যাওয়াঃ ঢাকা – জেদ্দাহ।
  • আসাঃ মদিনা – ঢাকা।
  • সৌদি হজ মন্ত্রণালয়ের নির্ধারিত মুয়াল্লেম এসি কোচ।
    (জেদ্দাহ এয়ারপোর্ট – মাক্কা হোটেল, মাক্কা হোটেল – মাদিনা হোটেল, মাদিনা হোটেল – মাদিনা এয়ারপোর্ট।

ইকোনমি প্যাকেজ
——————–

মাক্কাঃ
– হোটেলের ধরনঃ ইকনোমি।
– দূরত্বঃ মাসজিদ প্রাঙ্গণ থেকে ৮০০ – ৯৫০ মিটার দূরত্ব।
– সম্ভাব্য হোটেলঃ রেহাব আল বুস্তান/ সমমান।
– ১২-১৩ রাত

মাদিনাঃ
– হোটেলের ধরনঃ ইকনোমি।
– দূরত্বঃমাসজিদ প্রাঙ্গণ থেকে ৮০০ – ৯৫০ মিটার দূরত্ব।
– সম্ভাব্য হোটেলঃ রায়হান/ তাইবাহ-০১/ সমমান।
– ০২-০৩ রাত

 

স্ট্যানডার্ড প্যাকেজ
———————–

মাক্কাঃ
– হোটেলের ধরনঃ স্ট্যান্ডার্ড।
– দূরত্বঃ মসজিদ প্রাঙ্গণ থেকে ৫৫০ – ৭৫০ মিটার দূরত্ব।
– সম্ভাব্য হোটেলঃ মাথির আল জিওয়ার/ খলিল আর রুশদ/ সমমান।
– ১২-১৩ রাত

মাদিনাঃ
– হোটেলের ধরনঃ স্ট্যান্ডার্ড (সৌদি স্ট্যান্ডার্ড)।
– দূরত্বঃ মাসজিদ প্রাঙ্গণ থেকে ৩০০ – ৪৫০ মিটার দূরত্ব।
– সম্ভাব্য হোটেলঃ করম সিলভার/ মাথির তাইয়্যেবাহ/ সমমান।
– ০২-০৩ রাত

 

ডিলাক্স প্যাকেজ
——————–

মাক্কাঃ
– হোটেলের ধরনঃ স্ট্যান্ডার্ড।
– দূরত্বঃ মাসজিদ প্রাঙ্গণ থেকে ৪০০ – ৫৫০ মিটার দূরত্ব।
– সম্ভাব্য হোটেলঃ আরিজ আল ফালাহ/ সমমান।
– ১২-১৩ রাত

মাদিনাঃ
– হোটেলের ধরনঃ স্ট্যান্ডার্ড (সৌদি স্ট্যান্ডার্ড)।
– দূরত্বঃ মাসজিদ প্রাঙ্গণ থেকে ২০০ – ৩৫০ মিটার দূরত্ব।
– সম্ভাব্য হোটেলঃ করম আল খায়ের/ সমমান।
– ০২-০৩ রাত

<<< ~~~ >>>

ইতিকাফঃ ব্যাকপ্যাক প্যাকেজ
মাক্কায় কোন হোটেল থাকছে না। উমরার পর ইতিকাফের উদ্দেশ্যে সরাসরি মাসজিদে অবস্থান। ইদের দিন/পর মাদিনায় গমন। মাদিনায় মসজিদ চত্বর থেকে ৭৫০ – ৯৫০ মিটারের দূরত্বে হোটেল (০২-০৩ রাত, ১ঃ৪ ভিত্তিক শেয়ার্ড বেড)।

ইতিকাফঃ কন্সার্জ প্যাকেজ
মাক্কায় লাগেজ রাখার জায়গা থাকবে। উমরার পর ইতিকাফের উদ্দেশ্যে সরাসরি মাসজিদে অবস্থান। ইদের দিন/পর মাদিনায় গমন। মাদিনায় মসজিদ চত্বর থেকে ৭৫০ – ৯৫০ মিটারের দূরত্বে হোটেল (০২-০৩ রাত, ১ঃ৪ ভিত্তিক শেয়ার্ড বেড)।

নোটঃ
মদিনায় স্ট্যান্ডার্ড বা ডিলাক্স হোটেলের চাহিদা থাকলে তা প্যাকেজ বুক করার সময় কনফার্ম করতে হবে।

ইকনোমি প্যাকেজ
———————

  • এক রুমে ৪/৫ জনঃ ২,১৫,০০০/- (প্রতি জন)
  • এক রুমে ৩ জনঃ ২,৪০,০০০/- (প্রতি জন)
  • এক রুমে ২ জনঃ ২,৯০,০০০/- (প্রতি জন)

 

স্ট্যান্ডার্ড প্যাকেজ
———————

  • এক রুমে ৪/৫ জনঃ ২,৫৫,০০০/- (প্রতি জন)
  • এক রুমে ৩ জনঃ ২,৯০,০০০/- (প্রতি জন)
  • এক রুমে ২ জনঃ ৩,৬৫,০০০/- (প্রতি জন)

 

ডিলাক্স প্যাকেজ
——————–

  • এক রুমে ৪/৫ জনঃ ৩,২৫,০০০/- (প্রতি জন)
  • এক রুমে ৩ জনঃ ৩,৭৫,০০০/- (প্রতি জন)
  • এক রুমে ২ জনঃ ৪,৮৫,০০০/- (প্রতি জন)

 

ইতিকাফঃ
————

  • ব্যাকপ্যাক প্যাকেজঃ ১,৫৫,০০০/- (প্রতি জন)
  • কন্সার্জ প্যাকেজঃ ১,৬৫,০০০/- (প্রতি জন)
  • সার্বক্ষনিক যোগাযোগ।
  • স্পষ্ট তথ্য প্রদান।
  • সাশ্রয়ী মূল্যে মান সম্পন্ন প্যাকেজ।
  • নিজস্ব গাইড দ্বারা সফর পরিচালনা।
  • শরিয়া পরামর্শ।
  • প্রয়োজনীয় প্রশিক্ষন।

☞ থাকছেঃ
————-

      • নির্দিষ্ট মেয়াদ অবস্থানের অনুমতি সাপেক্ষে ভিসা।
      • ভিসা ফি সহ অন্যান্য সম্পর্কিত ফি।
      • নির্দিষ্ট মেয়াদে আবাসন ব্যবস্থা।
      • নির্দিষ্ট স্থানে আবাসন।
      • শেয়ারিং ভিত্তিক রুমে থাকার ব্যবস্থা।
      • ইকোনমি ক্লাস এয়ার টিকেট।
      • স্থানীয় পরিবহনের জন্য এসি মুআল্লিম কোচ।
      • মক্কা ও মদীনা শহরের অভ্যন্তরে ঐতিহাসিক স্থানগুলিতে পরিদর্শন।
      • প্রয়োজনে প্রশিক্ষণ।
      • সফরকালীন সহায়তায় গাইড।

 

☞ থাকছে নাঃ
—————-

      • খাবার
      • ব্যক্তিগত পরিবহন।
      • হোটেলে রুম সার্ভিস।
      • প্যাকেজে উল্লেখ নেই এমন সুযোগ-সুবিধা।
      • অতিরিক্ত লাগেজ চার্জ।
      • তায়েফ, জেদ্দাহ, বদর ইত্যাদি স্থানে ভ্রমণ।
      • যমযম পানির খরচ।
প্যাকেজ বুকিং

☞ প্যাকেজ এর বুকিং দিতে যা যা প্রয়োজনঃ

  • ৬ মাস পর্যন্ত পাসপোর্টের মেয়াদ।
  • সদ্য তোলা সাদা ব্যাকগ্রাউন্ডে রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
  • জনপ্রতি ৫০,০০০ টাকা অ্যাডভান্স বুকিং মানি।

 

☞ বুকিং করতে যোগাযোগ করুন করুনঃ

  • সরাসরি কল করুনঃ (+৮৮০) ১৯১১-৫৩৯০৩০ অথাবা ০১৯৭১-৮৭১৬০৭
  • হোয়াটসঅ্যাপঃ Whats’App
  • ফেইসবুক ম্যাসেঞ্জারঃ Facebook Chat
  • ভ্রমণের তারিখ থেকে ৩০ দিন আগে সফর বাতিল হলে ১৫,০০০ টাকা ফেরতযোগ্য।
  • যাত্রার তারিখ থেকে ২০ দিন আগে / টিকিট ইস্যু করার আগে সফর বাতিল হলে ৩০,০০০ টাকা ফেরতযোগ্য।
  • যাত্রার তারিখের ১৫ দিন আগে সফর বাতিল করলে প্যাকেজ মূল্যের ৫০% ফেরতযোগ্য।
  • এর পর হলে পুরো প্যাকেজ মূল্যই অফেতরযোগ্য।
ভ্রমন সূচী
  • উমরাহ পালন।
  • মাক্কার ভেতর অবস্থিত ঐতিহাসিক বিভিন্ন দর্শনীয় স্থানে দলভিত্তিক ভ্রমন।
  • মাসজিদুল হারামের আশেপাশে বিভিন্ন ইতিহাস সমৃদ্ধ স্থান পরিদর্শন।
  • সাধারন অবস্থান ও ব্যক্তিগত আমাল।
  • মাদিনার ভেতর অবস্থিত ঐতিহাসিক বিভিন্ন দর্শনীয় স্থানে দলভিত্তিক ভ্রমন।
  • মাসজিদুন নববীর আশেপাশে বিভিন্ন ইতিহাস সমৃদ্ধ স্থান পরিদর্শন।
বিশেষ লক্ষনীয়
  • যাত্রার তারিখ এবং প্যাকেজ প্রয়োজনে পরিবর্তন ও পরিবর্ধন হতে পারে।
  • এই প্যাকেজে কুরবানীর খরচ অন্তর্ভুক্ত নয়।
  • এই প্যাকেজে মাক্কা ও মাদিনার বাইরে কোন স্থানে ভ্রমন অন্তর্ভুক্ত নয়।
  • হোটেলের দূরত্ব মাসজিদ চত্তর থেকে আবাসন স্থলের সীমানা পর্যন্ত পরিমাপ করা হয়।
  • লাগেজ হারানোর জন্য ট্যুর অপারেটর/গাইড দায়ী নয়।
  • ভিসা, পাসপোর্ট সহ অন্যান্য কাগজপত্র আমাদের অফিস থেকে নিতে হবে।
  • কোনো হোটেলে বালতি, গামছা, প্রসাধন সামগ্রী সরবরাহ করা হবে না।
  • বিমানবন্দরে পাসপোর্ট বা লাগেজ হারিয়ে বা চুরির ট্যুর অপারেটর বা গাইড দায়ী থাকবে না।
  • সফরকালীন কোন সেবা না নিলে সেই সেবা নতুনভাবে দেওয়া বা মূল্য ফেরতযোগ্য নয়।
  • রুমের নির্দিষ্ট কোন ভিউ চাহিদা থাকলে তা আলোচনা ও অতিরিক্ত খরচ সাপেক্ষে নিতে হবে।
  • রুমে চেক-ইনের সময় সন্ধ্যা ৬ টার পরে এবং চেক-আউট দুপুর ১২ টার আগে।
  • এজেন্সি কর্তৃপক্ষ ডলার/রিয়ালের হার পরিবর্তন, বিমান টিকিটের প্রাপ্যতা এবং সরকারী নীতির সাপেক্ষে সমস্ত প্যাকেজে কোনো পরিবর্তন/পরিবর্তন করতে পারে।
  • মাহরাম ব্যতীত কোন মহিলা আমাদের কোন কাফেলায় অংশগ্রহণ করতে পারবে না।
  • যাত্রী এবং এজেন্টের মধ্যে একটি চুক্তিপত্র যথাযথভাবে স্বাক্ষর করতে হবে।
সচারচার প্রশ্ন

কাফেলার যাত্রীর সংখ্যা, তাদের খাবার চাহিদা, অভ্যস্ততা, খাবারের মান ও স্বাস্থ্যকর পরিবেশ, ইত্যাদি বিষয় বিবেচনা করে সাধারনত আমরা আমাদের প্যাকেজে খাবার অফার করি না। তবে, সম্মানিত যাত্রীদের বিশেষ চাহিদার ভিত্তিতে খাবার সরবরাহ করা যেতে পারে। সেক্ষেত্রে অতিরিক্ত খরচ ও শর্ত প্রযোজ্য।

উল্লেখিত এলাকাগুলো মক্কা ও মদীনা শহরের বাইরে হওয়াই  এই জায়গাগুলো প্যাকেজে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে, সম্মানিত যাত্রীদের বিশেষ চাহিদার ভিত্তিতে এই স্থানগুলোতে সফরের ব্যবস্থা করা যেতে পারে। সেক্ষেত্রে অতিরিক্ত খরচ ও শর্ত প্রযোজ্য।

খরচ বাচ্চার বয়সের উপর নির্ভর করে।

  • ০-২ বছর বয়সী বাচ্চার জন্য বিমান ভাড়া এবং ভিসার খরচ প্রযোজ্য। তাদের জন্য বিছানা নিলে তার খরচ যোগ করতে হবে।
  • ২-১১ বছর বয়সী বাচ্চার জন্য বিমান ভাড়া সামান্য কম কিন্তু অন্যান্য খরচ প্রাপ্তবয়স্কদের মতোই।

গ্রুপ ট্যুরের ক্ষেত্রে এটা সম্ভব নয়। তাই, এজেন্সির নির্ধারিত সময়সূচীতে ভ্রমণ করতে হবে।

সম্ভব। আপনার চাহিদা আমাদের জানান, আমরা আপনাকে প্যাকেজ তৈরিতে সাহায্য করব ইনশা’আল্লাহ।