মক্কায় আবু বকর যেখানে থাকতেন
রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এর নির্দেশের জন্য আর আবু বকর রাযিয়াল্লাহু আনহু অপেক্ষা করছিলেন তার প্রানাধিক প্রিয় বন্ধু, নবী ও রাসূল মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য। আল্লাহর নির্দেশ আসা মাত্রই বেড়িয়ে পড়লেন রাসূলুল্লাহ; প্রথমে গেলে আবু বকরের বাড়িতে, আবু বকর বুঝে গেলেন ঘটনা, কালক্ষেপণ না করে বেড়িয়ে পড়লেন…
ঐতিহাসিক ঘটনা | যে ব্যক্তি সাতার কেটে কাবা তাওয়াফ করেছিলেন।
১৯৪১ সালে একাধারে ৭দিন বৃষ্টি হয়েছিল, তখন পবিত্র কাবা শরীফ ৬ফুট পানিতে ডুবে গিয়েছিল। সে সময় কাবা শরীফ পানিতে ডুবে গেছে, আর একজন সাঁতার কেটে তওয়াফ করেছে। ১২ বছর বয়েসি বাহরাইনের শেখ আলআওয়াদী তখন মক্কায় দ্বীনি স্কুলের ছাত্র ছিলেন।