১৯৪১ সালে একাধারে ৭দিন বৃষ্টি হয়েছিল, তখন পবিত্র কাবা ৬ ফুট পানিতে ডুবে গিয়েছিল। সে সময় কাবা শরীফ পানিতে ডুবে গেছে, আর একজন সাঁতার কেটে তওয়াফ করেছে। ১২ বছর বয়সী বাহরাইনের শেইখ আল আওয়াদী তখন মক্কায় দ্বীনি স্কুলের ছাত্র ছিলেন। সে সময়ের ১২ বছর বয়েসী কিশোর ২০১৫ এর মে মাসের ১৬ তারিখ ৮৬ বছর বয়সে শেইখ আল আওয়াদি বাহরাইনে ইন্তেকাল করেন। তার ছেলে আব্দুল মজিদ ২০ বছর আগে হজ্জ করতে গিয়ে তার বাবার ছবির পোস্টার কপি কিনে এনেছিলো মক্কা থেকে পিতার জন্যে উপহার হিসেবে।
ইন্তেকালের আগে ২০১৩ সালে কুয়েত আল রাই টেলিভিশনে তিনি তার স্মৃতিচারণে বলেন, “বন্যার পানিতে মানুষ, যানবাহন, আর গবাদি পশু ভেসে যেতে দেখেছি। ৭ দিন পর বৃষ্টি থামলে আমর ভাই হানিফ, বন্ধুবর তিমবাক্তুর মালিয়ান শহরের মুহাম্মাদ আল তাইয়িব, আলী থাবিত, ইয়ামেনের এডেনের হাসিম আল বার, আর আমাদের শিক্ষক তিউনিসের আব্দুল রউফ মিলে কাবা শরীফের বন্যার অবস্থা দেখতে যাই।
তিনি আরো বলেন, ‘বাচ্চারা পানি দেখলে যা করে আমরাও তাই করলাম, মাথায় আসলো সাঁতরে তওয়াফ করবো। যেই ভাবা সেই কাজ, আমরা চারজন পানিতে ঝাঁপিয়ে পড়লাম। পুলিশ হই হই করে উঠলো, আমরা কালো পাথর চুরি করার নিয়তে পানিতে নেমেছি কি-না। আমি সাঁতরাতে সাঁতরাতে পুলিশকে বোঝাতে চেষ্টা করলাম, আমি শুধু সাঁতরে তওয়াফ করব ৭ বার। পুলিশ তার স্বভাবসুলভ খবরদারি করেই চলছিলো। ইতোমধ্যেই আলী থাবিত আর মোহাম্মদ আল তাইয়িব ক্লান্ত হয়ে পড়লে কাবা শরীফের দরজার ওপর বসে থাকে উদ্ধার হবার আশায়।”
শেইখ আল আওয়াদী আরো বলেন, “আমার ভয় হচ্ছিলো, পুলিশ আমাকে গুলি করে না বসে! আবার আনন্দ হচ্ছিলো এই ভেবে, পৃথিবীতে কেউ কোনদিন এই ভাবে কাবা তাওয়াফ করেনি, আমিই প্রথম। তাই ভয় আর আনন্দের মিশ্র অনুভূতি নিয়ে আমি কাবার চারপাশে সাঁতরেই চললাম। পরবর্তীতে জানতে পেরেছিলাম, পুলিশের রাইফেলে আসলে গুলি ছিলো না।”
শেইখ জানান তিনি তৎকালীন মক্কার বুড়ো মানুষদের কাছে জানতে চেয়েছিলেন তারা এরকম বানের পানি আগে দেখেছেন কি-না। তারা কস্মিনকালেও এত পানি দেখেননি বলে খবর দিয়েছেন।
….
সূত্র: এমটিনিউজ২৪
হারামাইন শারিফাইনের খবর পেইজ থেকে সংগ্রহীত।