মক্কায় নভেম্বর মাসের আবহাওয়া পুরোটাই হাজীদের পক্ষে থাকে; যখন গরম থাকে না আবার বৃষ্টিও থাকে না, তখন আকাশ থাকে পুরো পরিষ্কার। এই সময়ে কাবা চত্তরের ভীড় যেমন উপভোগ্য তেমনি মক্কা ও মদিনার বিভিন্ন ঐতিহাসিক স্থানে ঘুরে বেড়ানোটাও আনন্দদায়ক। পাশাপাশি ডিসেম্বর ও জানুয়ারি অর্থাৎ পুরো শীতের চেয়ে এই সময়ে উমরার খরচ তুলনামূলক কম হয়। তাতে করে উমরার মত যথেষ্ট পরিশ্রমের কাজটি যথেষ্ট ইৎমিনানের সাথে (সহনীয় আবহাওয়া ও সাশ্রয়ী মূল্য) করা যায়।
কাফেলা/ গ্রুপ ট্যুরে অংশ নেওয়া মানেই বিভিন্ন বয়সের এবং রুচির মানুষের সঙ্গ উপভোগ করা যা “ইসলামিক ভ্রাতৃত্ব” শেখার ও অনুশীলনের সুযোগ করে দেয়। বিভিন্ন রকমের সুযোগ ও সুবিধা দিয়ে সাজানো এই প্যাকেজটি যার বিস্তারিত নিচে উল্লেখ করা আছে। উল্লেখযোগ্য হচ্ছে এই ইৎমিনান সর্বসাধারনের জন্য উমরাহ প্রশিক্ষন সরবরাহ করে থাকে, পাশাপাশি নিজ যাত্রীদের জন্য আয়োজন করা হয় বিশেষ প্রশিক্ষন যেখানে বই সহ সহায়ক শারঈ পরামর্শ ও দিকনির্দেশনার পাশাপাশি বিভিন্ন ম্যাটেরিয়াল সরবরাহ করা হয়।
প্যাকেজ চূড়ান্ত করার পূর্বে নিচের বর্ননা থেকে প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জেনে নিন, প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুনঃ (+880) 1911-539030 অথবা 1971-871607 অথবা 1711-871607
যে কারণে আমারদের সাথে উমরাহ করবেনঃ
সৌদি হজ মন্ত্রণালয়ের নির্ধারিত মুয়াল্লিম/ রিজার্ভড এসি কোচ।
☞ থাকছেঃ
————-
☞ থাকছে নাঃ
—————-
প্যাকেজ ক্যান্সেলেশন পদ্ধতি ভ্রমনের তারিখ, এয়ারলাইন্স নীতি, অন্যান্য বুকিং এর সাথে সম্পর্কিত। এক্ষেত্রে প্যাকেজ বুকিং করার সময় আমাদের সাথে যোগাযোগ করে চুক্তি নির্ধারন করার অনুরোধ জানাচ্ছি।
উল্লেখিত এলাকাগুলো মক্কা ও মদীনা শহরের বাইরে হওয়াই এই জায়গাগুলো প্যাকেজে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে, সম্মানিত যাত্রীদের বিশেষ চাহিদার ভিত্তিতে এই স্থানগুলোতে সফরের ব্যবস্থা করা যেতে পারে। সেক্ষেত্রে অতিরিক্ত খরচ ও শর্ত প্রযোজ্য।
খরচ বাচ্চার বয়সের উপর নির্ভর করে।
গ্রুপ ট্যুরের ক্ষেত্রে এটা সম্ভব নয়। তাই, এজেন্সির নির্ধারিত সময়সূচীতে ভ্রমণ করতে হবে।
সম্ভব। আপনার চাহিদা আমাদের জানান, আমরা আপনাকে প্যাকেজ তৈরিতে সাহায্য করব ইনশা’আল্লাহ।
হ্যাঁ, বাংলাদেশ সরকার। হজ-যাত্রীদের জন্য এই সুযোগ রেখেছে। বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
কল করুনঃ (+৮৮০) ১৯১১-৫৩৯০৩০ অথবা ১৯৭১-৮৭১৬০৭ অথবা ১৭১১-৮৭১৬০৭
বিশেষ প্রয়োজনে এজেন্সি পরিবর্তন করতে হলে সরাসরি ধর্ম মন্ত্রানলায়ের কাছে আবেদন করতে হয়। বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
কল করুনঃ (+৮৮০) ১৯১১-৫৩৯০৩০ অথবা ১৯৭১-৮৭১৬০৭ অথবা ১৭১১-৮৭১৬০৭
সাধারনত না।
বিশেষ প্রয়োজনে যাত্রা বাতিল করতে হলে সরাসরি ধর্ম মন্ত্রানলায়ের কাছে আবেদন করতে হয়। বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
কল করুনঃ (+৮৮০) ১৯১১-৫৩৯০৩০ অথবা ১৯৭১-৮৭১৬০৭ অথবা ১৭১১-৮৭১৬০৭
উল্লেখিত এলাকাগুলো মক্কা ও মদীনা শহরের বাইরে হওয়াই এই জায়গাগুলো প্যাকেজে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে, সম্মানিত যাত্রীদের বিশেষ চাহিদার ভিত্তিতে এই স্থানগুলোতে সফরের ব্যবস্থা করা যেতে পারে। সেক্ষেত্রে অতিরিক্ত খরচ ও শর্ত প্রযোজ্য।
খরচ বাচ্চার বয়সের উপর নির্ভর করে। বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
কল করুনঃ (+৮৮০) ১৯১১-৫৩৯০৩০ অথবা ১৯৭১-৮৭১৬০৭ অথবা ১৭১১-৮৭১৬০৭